fbpx
সর্বশেষ আপডেটস

জিম কাস্টমার অ্যাপে কিভাবে রেটিং দিবেন এবং কেন রেটিং দিবেন?

অ্যাপের মাধ্যমে পরিবহন সংক্রান্ত কোন সার্ভিস নিলে রেটিং করা ও রিভিও দেওয়া জরুরী। যদি আপনি জিম অ্যাপ ব্যবহার করে একটি ট্রিপ নিন তাহলে ট্রিপ শেষে ড্রাইভারকে রেটিং করার পাশাপাশি ট্রাককেও রেটিং দিন। 

ফলে পরবর্তীতে যেই কাস্টমার ট্রিপ নিবেন তিনি উপকৃত হবেন এবং রেটিং দিতেও আগ্রহী হবেন। এছাড়াও আপনিও কোন ট্রিপ নেওয়ার আগে অবশ্যই রেটিং দেখে নিন। 

আসুন রেটিং দেওয়ার ধাপগুলো দেখে ফেলি। 

  • History থেকে আপনি সফলভাবে সম্পন্নকৃত ট্রিপগুলো দেখতে পারবেন
  • আপনি Rating Required থেকে ড্রাইভার ও ট্রাক রেটিং দিতে পারবেন
  • কোন রিভিউ থাকলে নির্দিষ্ট বক্সে লিখে দিন    
  • রেটিং দেওয়ার পর তা আপনি দেখতে পারবেন 

ছবির মাধ্যমেও দেখে নিন কিভাবে রেটিং দিবেন।

Check Also

পার্টনার অ্যাপে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন?

পার্টনার অ্যাপে রেজিস্টার করতে, ট্রাক যোগ করতে অনেক ধরণের ডকুমেন্ট আপলোড করতে হয়। তবে এর …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।