জিম পার্টনার অ্যাপে ট্রাক যোগ করলেই ট্রিপ ধরতে পারবেন বেশি করে। জিমে আছে সবধরনের ট্রাকের চাহিদা। এছাড়াও জিমের সার্ভিস আছে সারা বাংলাদেশ জুড়েই। তাই আপনার যত ধরণের ট্রাক আছে তা আজই জিমে নিবন্ধন করে ফেলুন। ট্রিপের অভাবে ট্রাক আর বসে থাকবে না।
আগের টিউটোরিয়ালে দেখেছেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তাই এখন ট্রাক যোগ করার ধাপগুলো দেখে ফেলুনঃ
- জিম পার্টনার অ্যাপে লগইন করে ট্রাক চিহ্ন চাপুন
- উপরের ট্রাক চিহ্নটি চাপুন
- ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারিখ দিন
- ট্রাকের ধরন ও ট্রাকের টন সিলেক্ট করুন
- ট্রাকের মাপ দিন (বাধ্যতামূলক নয়)
- টায়ারের সংখ্যা ও ট্রাকের ব্র্যান্ড উল্লেখ করুন
- মডেলের নাম ও কত সালের মডেল তা উল্লেখ করে দিন
- এরপর পরবর্তী চাপুন
- আপনার ট্রাকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রুট পারমিট সার্টিফিকেট ও ফিটনেস সার্টিফিকেটের যেকোনো একটির তথ্য দিলেই হবে।
- আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ছবি দিতে চাচ্ছেন
- ছবি দিতে ছবি তুলুন অপশনে যান অথবা গ্যালারী থেকে সিলেক্ট করে দিন
- মেয়াদের তারিখ দিয়ে দিন
- চাইলে ব্যাংক ডকুমেন্ট ও কেস ডকুমেন্টের ছবি দিতে পারেন (বাধ্যতামূলক নয়)
- এরপর পরবর্তী চাপুন
- নম্বর প্লেটসহ ট্রাকের সামনের ও পিছনের দিকের ছবি দিন
- পুরো ট্রাকের ছবি ও ড্যাশবোর্ডসহ ভিতরের ছবি দিন
- অনুমোদনের জন্য জমা দিন চাপুন
- এবার বুঝতে পেরেছি চেপে প্রক্রিয়া সম্পন্ন করুন