fbpx
সর্বশেষ আপডেটস

ড্রাইভার অনুমোদনের নিয়ম

জিম পার্টনার অ্যাপে ড্রাইভার যোগ করার পর তথ্যগুলো ভেরিফাই করা হয়। তাই ড্রাইভার যোগ করার কিছুক্ষণ পরে তাকে অনুমোদন দিতে হবে। ড্রাইভারকে অনুমোদন দেওয়ার পরেই সে সচল হবে এবং আপনি ট্রিপ ধরতে পারবেন আরও বেশি। 

আগের টিউটোরিয়ালে দেখেছেন কিভাবে ড্রাইভার যোগ করতে হয়, তাই আজ দেখে নিন অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। 

ড্রাইভার অনুমোদন দেওয়ার ধাপগুলো দেখে নিন এখানেঃ 

  • ড্রাইভার যোগ করতে ড্রাইভার আইকনে চেপে রিকোয়েস্ট অপশনে যান 
  • এরপর অনুমোদন অপশনে চাপুন 
  • পুনরায় অনুমোদন চাপুন 
  • এখন থেকে এই ড্রাইভার সিলেক্ট করে আপনি ট্রিপে বিড করতে পারবেন

ছবিতে ধাপে ধাপে দেখে নিন কিভাবে ড্রাইভার অনুমোদন করবেন।

Check Also

পার্টনার অ্যাপে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

জিম পার্টনার অ্যাপে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কোন টেনশন নেই। কারণ, পাসওয়ার্ড খুব …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।