fbpx
সর্বশেষ আপডেটস
ট্রাক নিজেই ভাড়া করুন!

ট্রাক নিজেই ভাড়া করুন!

পণ্য পরিবহনে আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রাক। আর এই ট্রাক ভাড়া করতে গিয়ে অনেকেই নানা ধরণের জটিলতার সম্মুখীন হন। কেউ ট্রাক স্ট্যান্ডে গিয়ে পারিপার্শ্বিক কারণে অনেকটা খেই হারিয়ে ফেলেন। আবার অনেকে রোদ-বৃষ্টি মাথায় করে স্ট্যান্ডে গিয়ে ট্রাক ভাড়া করতে চান না। ফলে সাহায্য নিতে হয় অন্য কোন ব্যক্তি কিংবা মাধ্যমের, ফলে চলে আসে মধ্যস্বত্বভোগীর বিষয়টি। 

ট্রাক ভাড়ার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা আমাদের দেশে বেশ বড় একটি ভূমিকা পালন করে থাকে। ব্যক্তিগত প্রয়োজন হোক, কিংবা ব্যবসায়িক, প্রচলিত ব্যবস্থায় বেশ কয়টি ধাপ না পেরিয়ে কিংবা মধ্যস্বত্বভোগীদের সাহায্য না নিয়ে ট্রাক ভাড়া করা বেশ দুরূহ একটি কাজ।

কর্পোরেট প্রয়োজনেও একজন লজিস্টিকস ম্যানেজারকেও পণ্য পরিবহনের জন্য যোগাযোগ রাখতে হয় একাধিক ট্রান্সপোর্ট এজেন্সির সাথে। ফলে দেখা যাচ্ছে, ছোট থেকে বড় সর্বক্ষেত্রেই মধ্যস্বত্বভোগীর বিষয়টি থাকছেই। আর এই সমস্যা সমাধানে আপনার পাশে আছে জিম ডিজিটাল ট্রাক। 

জিম অ্যাপ ভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে মোবাইল অ্যাপের সাহায্যেই ট্রাক ভাড়া করা সম্ভব। জিমের কাস্টমার অ্যাপ আজই প্লে-স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন এবং ট্রাক ভাড়া করুন ঘরে বসেই। নেই কোন মধ্যস্বত্বভোগীর ঝামেলা। বাজার দরের সাথে সামঞ্জস্য রেখেই ট্রাক ভাড়া করতে পারবেন। সাথে গুনতে হবে না বাড়তি টাকাও।

জিম ডিজিটাল ট্রাক – পণ্য পরিবহনে প্রযুক্তি। 

Check Also

বর্তমান সময়ে নিউ নরমাল শব্দটি আমরা সকলেই শুনেছি। চলতি বছরের শুরুর দিকে যখন পুরো বিশ্বে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে, তখন আমাদের জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন আনতে হয়। আর নিউ নরমাল ব্যাপারটি সেখান থেকেই প্রতিটি সেক্টরে চলে আসে। স্থবির হয়ে থাকা অর্থনীতির চাকা সচল রাখতে এবং একই সাথে পণ্য পরিবহন ব্যবস্থার মাঝেও প্রান ফিরিয়ে আনতে এই নিউ নরমাল প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। করোনার মাঝেও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কর্মকাণ্ড ঘরে বসে কিভাবে করা যায়, তার পদ্ধতি গড়ে তুলেছে, যা চলমান নিউ নরমালের একটি বড় অংশ। এই সময়ে পণ্য পরিবহন করতে গিয়ে একদিকে অনেকেই যেমন হিমশিম খেয়েছে, অন্যদিকে কারো কারো ব্যবসায় এসেছে গতি। আর এই গতি নিশ্চিত করেছে আইওটি নির্ভর কিংবা অ্যাপ ভিত্তিক পণ্য পরিবহন সেবা। করোনা পরিস্থিতির সময় বৃহৎ শিল্প যেমন- ইস্পাত, সিমেন্ট, অবকাঠামো, রিসাইক্লিং এর মতো পণ্য পরিবহনের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো অ্যাপভিত্তিক সেবার উপর অনেকটা নির্ভরশীল হয়েছে। অ্যাপের মাধ্যমে ট্রাক ভাড়া করা একদিকে যেমন সহজ, অন্যদিকে সাশ্রয়ী। এছাড়াও, পণ্যের নিরাপত্তা থাকে এবং পুরো প্রক্রিয়ার মাঝে থাকে স্বচ্ছতা। অ্যাপ ভিত্তিক পণ্য পরিবহন সেবার সবচেয়ে উপকারী দিক হচ্ছে, আপনি মোবাইলে কিংবা ল্যাপটপের মাধ্যমে, ঘরে বসেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন। আপনাকে বাইরে যেতে হচ্ছে না। ফলে স্বাস্থ্যগত দিক থেকে নিরাপদ থাকা যাচ্ছে এবং সময়ও বাঁচছে অনেক।

নিউ নরমালে পণ্য পরিবহন নিয়ে কি ভাবছেন?

বর্তমান সময়ে নিউ নরমাল শব্দটি আমরা সকলেই শুনেছি। চলতি বছরের শুরুর দিকে যখন পুরো বিশ্বে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।