আমাদের দেশে বর্ষা মৌসুমে পণ্য পরিবহন করা কিছুটা দূরহ হয়ে পড়ে। তাই ট্রাক চালক ও মালিকদের নিতে হবে বাড়তি সতর্কতা।
কাজের ব্যস্ততা কিংবা যথাযথ তথ্যের অভাবে, আমাদের ট্রাক চালক ও মালিকরা বর্ষা মৌসুম নিয়ে বাড়তি কোন প্রস্তুতি নেন না। ফলে তারা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকেন তা এক নজরে দেখা নেওয়া যাক-
পণ্যের ক্ষতি
খোলা ট্রাকে পণ্য পরিবহনের সময় বৃষ্টি শুরু হলে পণ্য ভিজে নষ্ট হতে পারে। এছাড়াও কাভার্ড ভ্যানের কোথাও যদি ছিদ্র থাকে সেক্ষেত্রে পানি ভিতরে প্রবেশ করে পণ্যের ক্ষতি করতে পারে।
পণ্য পৌঁছাতে দেরি হওয়া
পূর্বব্যবস্থা না থাকায় বৃষ্টি থেকে পণ্য বাঁচাতে অনেক সময় ট্রাক থামিয়ে রাখতে হয়। ফলে পণ্য নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না।
দুর্ঘটনার ঝুঁকি
বৃষ্টির মাঝে শুধু যে পণ্যের ঝুঁকি তা না, ঘটে যেতে পারে দুর্ঘটনাও। ট্রাকের চাকা স্লিপ করে গাড়ি নিয়ন্ত্রন হারাতে পারে। ট্রাকের উইন্ডশিল্ডের উইপার ঠিকমতো কাজ না করলে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
এই সমস্যাগুলো এড়াতে যা যা করণীয় তা এক নজরে দেখে নেওয়া যাক।
- খোলা ট্রাকে পণ্য পরিবহনে নিশ্চিত করতে হবে ত্রিপলের যথাযথ ব্যবহার।
- পণ্যের ক্ষতি ঠেকাতে আপনার কাভার্ড ভ্যানের কোথাও কোন আছে কিনা চেক করুন এবং ছিদ্র থাকলে তা সারিয়ে নিন।
- ট্রাকের উইন্ডশিল্ডের উইপার কাজ না করলে বৃষ্টির মাঝে সামনের রাস্তা ভালোভাবে দেখা যাবে না। তাই দুর্ঘটনা এড়াতে আজই ট্রাকের উইন্ডশিল্ডের উইপার কাজ করছে কিনা চেক করুন।
- ট্রাকের টায়ার বেশি পুরানো হলে তা বদলে ফেলুন। কারণ, টায়ার পিচ্ছিল রাস্তায় স্লিপ করলে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ফেলতে পারে।
উপরোক্ত বিষয়গুলোতে সচেতন হলে বর্ষা মৌসুমেও পণ্য পরিবহন হবে নির্বিঘ্নে। নিরাপদে পণ্য পরিবহন নিশ্চিত করতে সঠিক তথ্য জানুন এবং অন্যকেও জানতে সাহায্য করুন।