- প্রথমেই চলে যান গুগল প্লেস্টোরে।
- এবার জিম কাস্টমার অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন।
- অ্যাপটি ওপেন করে আপনার মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে যান।
- এবার ভেরিফিকেশন এসএমসের কোডটি দিয়ে আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন।
- চাইলে পরবর্তী ধাপে শুধু NID নম্বর দিয়েই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন অথবা NID পরেও দিতে পারেন।।
- NID না দিয়ে আপনি ট্রিপ তৈরি করতে পারবেন এবং বিড দেখতে পারবেন। এই ক্ষেত্রে বিড এক্সেপ্টের(বিড গ্রহন) সময় আপনাকে অবশ্যই NID দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
*জিম কাস্টমার অ্যাপে বিড এক্সেপ্টের আগে অবশ্যই আপনার একাউন্টটি NID ভেরিফাইড হতে হবে। পণ্যের নিরাপত্তা ও ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রাক পরিচালনাকারি এবং কাস্টমার উভয়কেই NID ভেরিফিকেশন করে নিতে হবে। NID ভেরিফিকেশন এর পরেও বিড এক্সেপ্ট করতে যেকোন সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে।
* জিম পার্টনার অ্যাপে যেকোন ট্রিপে বিড করার আগে অবশ্যই আপনার একাউন্টটি NID ভেরিফাইড হতে হবে। পণ্যের নিরাপত্তা ও ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রাক পরিচালনাকারি এবং কাস্টমার উভয়কেই NID ভেরিফিকেশন করে নিতে হবে। NID ভেরিফিকেশন এর পরেও বিড করতে যেকোন সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে।