fbpx
সর্বশেষ আপডেটস
করোনা ভাইরাস ও আমাদের করণীয়

করোনা ভাইরাস ও আমাদের করণীয়

বর্তমানে পুরো বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। ২০১৯-এনকোভি, যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত; সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর কারখানা খ্যাত চীনের উহান শহর থেকে এই ভাইরাসের উৎপত্তি, যা চলতি বছরের ৭ই জানুয়ারি সনাক্ত করা হয়। 

প্রাথমিকভাবে চীনে এই ভাইরাস ছড়ালেও পরবর্তীতে তা ধীরে ধীরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। চীনের পর ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরান করোনা ভাইরাস নিয়ে সবচেয়ে বেশি ভুগছে। বাংলাদেশেও সম্প্রতি ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই প্রথমেই আমাদের জানতে হবে কিভাবে এই ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হতে পারেঃ 

  • আক্রান্ত পশুপাখির সংস্পর্শ থেকে  
  • আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে
  • শ্বাসযন্ত্রের মাধ্যমে (হাঁচি, কাশি, কফ, থুথু) ইত্যাদি  

আসুন এবার জেনে নেই এর লক্ষণসমূহঃ

  • বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ জ্বর 
  • শুকনো কাশি 
  • গলা ব্যথা 
  • শ্বাসকষ্ট বা নিউমোনিয়া দেখা দিতে পারে 
  • অন্যান্য অসুস্থতা (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি সমস্যা ইত্যাদি) থাকলে দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হতে পারে 

লক্ষণ জানলাম এবার প্রতিকার সম্পর্কে আসুন জেনে নেইঃ 

  • ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে
  • অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না 
  • আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে  
  • হাঁচি, কাশি দেওয়ার সময় নাকে/মুখে টিস্যু চেপে ধরতে হবে 
  • অসুস্থ পশুপাখির সংস্পর্শ পরিহার করতে হবে
  • মাছ-মাংস ভালোভাবে রান্না করে খেতে হবে
  • ভ্রমনে সাবধানতা অবলম্বন করতে হবে 
  • ঝুঁকিপূর্ণ দেশে ভ্রমণ পরিহার করা উত্তম 
  • এছাড়াও নাকমুখ ঢাকতে মাস্ক ব্যবহার করতে হবে

এই অবস্থায় আতঙ্কিত না হয়ে আমাদের সচেতন হতে হবে এবং সকলের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব প্রকাশ করতে হবে। 

হটলাইন নম্বরঃ ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১

তথ্যসূত্রঃ IEDCR ও ইন্টারনেট।  

Check Also

বর্তমান সময়ে নিউ নরমাল শব্দটি আমরা সকলেই শুনেছি। চলতি বছরের শুরুর দিকে যখন পুরো বিশ্বে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে, তখন আমাদের জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন আনতে হয়। আর নিউ নরমাল ব্যাপারটি সেখান থেকেই প্রতিটি সেক্টরে চলে আসে। স্থবির হয়ে থাকা অর্থনীতির চাকা সচল রাখতে এবং একই সাথে পণ্য পরিবহন ব্যবস্থার মাঝেও প্রান ফিরিয়ে আনতে এই নিউ নরমাল প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। করোনার মাঝেও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কর্মকাণ্ড ঘরে বসে কিভাবে করা যায়, তার পদ্ধতি গড়ে তুলেছে, যা চলমান নিউ নরমালের একটি বড় অংশ। এই সময়ে পণ্য পরিবহন করতে গিয়ে একদিকে অনেকেই যেমন হিমশিম খেয়েছে, অন্যদিকে কারো কারো ব্যবসায় এসেছে গতি। আর এই গতি নিশ্চিত করেছে আইওটি নির্ভর কিংবা অ্যাপ ভিত্তিক পণ্য পরিবহন সেবা। করোনা পরিস্থিতির সময় বৃহৎ শিল্প যেমন- ইস্পাত, সিমেন্ট, অবকাঠামো, রিসাইক্লিং এর মতো পণ্য পরিবহনের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো অ্যাপভিত্তিক সেবার উপর অনেকটা নির্ভরশীল হয়েছে। অ্যাপের মাধ্যমে ট্রাক ভাড়া করা একদিকে যেমন সহজ, অন্যদিকে সাশ্রয়ী। এছাড়াও, পণ্যের নিরাপত্তা থাকে এবং পুরো প্রক্রিয়ার মাঝে থাকে স্বচ্ছতা। অ্যাপ ভিত্তিক পণ্য পরিবহন সেবার সবচেয়ে উপকারী দিক হচ্ছে, আপনি মোবাইলে কিংবা ল্যাপটপের মাধ্যমে, ঘরে বসেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন। আপনাকে বাইরে যেতে হচ্ছে না। ফলে স্বাস্থ্যগত দিক থেকে নিরাপদ থাকা যাচ্ছে এবং সময়ও বাঁচছে অনেক।

নিউ নরমালে পণ্য পরিবহন নিয়ে কি ভাবছেন?

বর্তমান সময়ে নিউ নরমাল শব্দটি আমরা সকলেই শুনেছি। চলতি বছরের শুরুর দিকে যখন পুরো বিশ্বে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।