fbpx
সর্বশেষ আপডেটস

কাস্টমার অ্যাপে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

পাসওয়ার্ড এমন একটি জিনিস যা আমরা মাঝে মাঝেই ভুলে যাই। অনেকে পাসওয়ার্ড নোটবুক বা মোবাইলে লিখে রাখেন। কিন্তু দরকারের সময় সেই নোটবুকও খুঁজে পাওয়া যায় না। মোবাইলটাও দেখা যায় বিপদে পরলে আমরা ফরম্যাট দিয়ে ফেলি। 

তাই জিম কাস্টমার অ্যাপের পাসওয়ার্ড ভুলে গেলে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করুন। দেখবেন, পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে।      

আসুন ধাপগুলো দেখে ফেলি 

  • প্রথমেই Log In চাপুন
  • এরপর Forgot Password চাপুন  
  • ফোন নম্বর দিয়ে Send SMS চাপুন  
  • এসএমএসে আসা ভেরিফিকেশন কোড দিন ও Next চাপুন  
  • জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখ দিন তারপর Next চাপুন   
  • পাসওয়ার্ড লিখুন
  • পাসওয়ার্ড দেখতে আইকনে চাপুন
  • সব ঠিক থাকলে Reset My Password চাপুন 
  • Ok চাপুন  

আপনি ছবিতেও দেখে নিন কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন।

Check Also

পার্টনার অ্যাপে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন?

পার্টনার অ্যাপে রেজিস্টার করতে, ট্রাক যোগ করতে অনেক ধরণের ডকুমেন্ট আপলোড করতে হয়। তবে এর …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।