fbpx
সর্বশেষ আপডেটস

জিম অ্যাপ এখন আরও সহজ, নিরাপদ ও স্বয়ংক্রিয়!

  • প্রথমেই চলে যান গুগল প্লেস্টোরে।
  • এবার জিম কাস্টমার অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন।
  • অ্যাপটি ওপেন করে আপনার মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে যান।
  • এবার ভেরিফিকেশন এসএমসের কোডটি দিয়ে আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন।
  • চাইলে পরবর্তী ধাপে শুধু  NID নম্বর দিয়েই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন অথবা NID পরেও দিতে পারেন।।
  • NID না দিয়ে আপনি ট্রিপ তৈরি করতে পারবেন এবং বিড দেখতে পারবেন। এই ক্ষেত্রে বিড এক্সেপ্টের(বিড গ্রহন) সময় আপনাকে অবশ্যই NID দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।

*জিম কাস্টমার অ্যাপে বিড এক্সেপ্টের আগে অবশ্যই আপনার একাউন্টটি NID ভেরিফাইড হতে হবে। পণ্যের নিরাপত্তা ও ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রাক পরিচালনাকারি এবং কাস্টমার উভয়কেই NID ভেরিফিকেশন করে নিতে হবে। NID ভেরিফিকেশন এর পরেও বিড এক্সেপ্ট করতে যেকোন সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে।

* জিম পার্টনার অ্যাপে যেকোন ট্রিপে বিড করার আগে অবশ্যই আপনার একাউন্টটি NID ভেরিফাইড হতে হবে। পণ্যের নিরাপত্তা ও ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রাক পরিচালনাকারি এবং কাস্টমার উভয়কেই NID ভেরিফিকেশন করে নিতে হবে। NID ভেরিফিকেশন এর পরেও বিড করতে যেকোন সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে।

Check Also

জিমের গাড়িতে গরু যাবে বাড়িতে

জিমের গাড়িতে গরু যাবে বাড়িতে

আসছে কোরবানির ঈদ, কিনতে হবে গরু। আর কোরবানির ঈদ মানেই সবাই মিলে একসাথে হাটে যেয়ে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।