fbpx
সর্বশেষ আপডেটস
জিম পার্টনার অ্যাপে গ্রুপ ট্রিপে কিভাবে বিড করবেন?

জিম পার্টনার অ্যাপে গ্রুপ ট্রিপে কিভাবে বিড করবেন?

জিমে প্রতিনিয়ত হয়ে থাকে নানা ধরণের বাণিজ্যিক ট্রিপ। ফলে এখানে একটি ট্রিপেই প্রয়োজন হয় একসাথে অনেকগুলো ট্রাক। আর তাই জিম অ্যাপে আপনাদের জন্য এসেছে চমৎকার একটি সুবিধা। এখন থেকে আপনি গ্রুপ ট্রিপে একসাথে বেশ কয়েকটা ট্রাক দিয়ে বিড করতে পারবেন। 

ধরুন, একটি ট্রিপে ২০টি ট্রাক প্রয়োজন। আপনি ও আপনার বন্ধু কিংবা পরিচিত কয়েকজন মিলে এই ট্রিপে একসাথে বিড করতে পারবেন। এছাড়াও, আপনি চাইলে আলাদাভাবে আপনার যে কয়টি ট্রাক আছে সেই সংখ্যক ট্রাক দিয়ে বিড করবেন এবং অন্য ট্রাক মালিকরাও সেখানে বিড  করবে একটি গ্রুপে। ফলে ট্রিপ করা যাবে আরও বেশি। 

আসুন গ্রুপ ট্রিপে বিড করার ধাপগুলো এক নজরে দেখে নেই- 

  • জিম পার্টনার অ্যাপে যে ট্রিপের ডান পাশে উপরে কোনায় একাধিক ট্রিপ সংখ্যা লিখা আছে সেই ট্রিপে চাপুন  ও বিস্তারিত পড়ুন
  • এরপর বিড করুন অপশনে চাপুন 
  • কত টাকায় বিড করতে চান এবং আপনার ট্রাকের সংখ্যা উল্লেখ করুন 
  • বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বিড করলে সবুজ রং দেখাবে 
  • যদি বিডের পরিমান একটু বেশি টাকায় করে থাকেন সেক্ষেত্রে কমলা রং দেখাবে এবং টাকার পরিমান কিছুটা কমালেই বিড জেতার সম্ভাবনাও বেশি তা উল্লেখ করা থাকবে 
  • যদি বিড খুব বেশি টাকায় করে থাকেন সে ক্ষেত্রে লাল রং দেখাবে এবং আপনাকে বিডের মূল্য কমাতে অনুরোধ করা হবে
  • আপনি এরপর বিড করুন অপশনে চাপুন 
  • ঠিক আছে চাপুন 

বিড করার পর যদি টাকার পরিমান ও ট্রাকের সংখ্যা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 

  • আমার বিড অপশনে চাপুন 
  • চলতি বিডে চাপুন 
  • গ্রুপ বিডের ট্রিপে চাপুন 
  • কলম চিহ্নিত এডিট করুন আইকনে চাপুন 
  • ট্রাকের সংখ্যা ও বিডের টাকার পরিমান পরিবর্তন করুন 
  • বিড আপডেট অপশনে চাপুন 
  • বিড করুন চাপুন 
  • ঠিক আছে চেপে প্রক্রিয়া সম্পন্ন করুন 

পুরো প্রক্রিয়া ভিডিওতে ধাপে ধাপে দেখে নিন।

Check Also

পার্টনার অ্যাপে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন?

পার্টনার অ্যাপে রেজিস্টার করতে, ট্রাক যোগ করতে অনেক ধরণের ডকুমেন্ট আপলোড করতে হয়। তবে এর …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।