fbpx
সর্বশেষ আপডেটস

পার্টনার অ্যাপে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন?

পার্টনার অ্যাপে রেজিস্টার করতে, ট্রাক যোগ করতে অনেক ধরণের ডকুমেন্ট আপলোড করতে হয়। তবে এর মধ্যে কিছু আছে বাধ্যতামূলক যা আপলোড না করলেই নয়। তাই এই তথ্য কিংবা ছবি আপলোড করার পদ্ধতি জানা থাকলে কাজ হবে আরও সহজে।

পার্টনার অ্যাপে প্রয়োজনীয় ডকুমেন্ট ও ছবির তালিকা জেনে নিন এবং তা সহজে আপলোড করার পদ্ধতিও দেখে নিন। 

প্রয়োজনীয় কাগজপত্র

ট্রাকের জন্য- 

  • রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা ফিটনেস সার্টিফিকেট অথবা রুট পারমিট সার্টিফিকেট
  • নম্বরপ্লেটসহ ট্রাকের সামনের ছবি 

ড্রাইভারের জন্য- 

  • ড্রাইভারের ছবি 
  • জাতীয় পরিচয়পত্র
  • ড্রাইভিং লাইসেন্স 

ডকুমেন্ট আপলোড করার ধাপঃ 

  • সে ডকুমেন্ট দিতে চান সেটি সিলেক্ট করুন 
  • ছবি যোগ করুন চাপুন 
  • ছবি তুলুন অথবা গ্যালারী থেকে সিলেক্ট করে দিন 
  • ছবি সিলেক্ট করে ঠিক আছে চাপুন 
  • একই পদ্ধতি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের পিছনের ছবি দিন (স্মার্ট কার্ড হলে) 
  • আপনি চাইলে ফিটনেস সার্টিফিকেট অথবা রুট পারমিট সার্টিফিকেটের ছবি আপলোড করতে পারেন (অপশনাল) 
  • নম্বরপ্লেটসহ ট্রাকের সামনের ছবি দিন   
  • ড্রাইভারের ছবি দিন 
  • ড্রাইভিং লাইসেন্সের সামনের ও পিছনের ছবি দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন 

ছবিতেও দেখে নিন কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন।

Check Also

পার্টনার অ্যাপে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

জিম পার্টনার অ্যাপে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কোন টেনশন নেই। কারণ, পাসওয়ার্ড খুব …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।