জিমে আছে অসংখ্য নিবন্ধিত ট্রাক যা সারা বাংলাদেশে চলছে প্রতিনিয়ত। ফলে জিম অ্যাপে আপনি ট্রিপ তৈরি করলে মুহূর্তেই চলে আসবে বিড। আর একটি ট্রিপে কিন্তু একের অধিক বিড পরতে পারে। সেজন্য ট্রাকের সাইজ এবং ভাড়ার পরিমাণ দেখে আপনার জন্য সুবিধাজনক বিডটি সিলেক্ট করুন। বিড গ্রহণ করার পর ট্রাক চলে আসবে আপনার দেওয়া ঠিকানায়।
এছাড়াও বিড সিলেক্ট করার সময় ট্রাক ও ড্রাইভারের রেটিং দেখে নিতে ভুলবেন না।
বিড গ্রহণ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- My Trips অপশনে যান
- এরপর BIDS RECEIVED অপশনে যান
- সেখানে দেখতে পারবেন মোট কয়টি বিড পরেছে
- বিডগুলো দেখতে বিড সংখ্যার উপর চাপুন
- এবার স্ক্রল করে আপনার সুবিধাজনক বিডটি চাপুন
- বিডের তথ্যগুলো যাচাই করে ACCEPT BID চাপুন
- এরপর YES চেপে BOOKED অপশনে গিয়ে দেখবেন আপনার ট্রিপ বুকিং হয়েছে
ছবির মাধ্যমেও দেখে নিতে পারেন কিভাবে বিড গ্রহণ করবেন।
মনে রাখবেন, যে বিডটি আপনার জন্য সেরা সেটিই গ্রহণ করবেন। ফলে আপনি ন্যায্যমূল্যে ট্রাক ভাড়া পাবেন।