fbpx
সর্বশেষ আপডেটস
আলমপুরে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক উন্নয়ন সমিতির নতুন কার্যালয় উদ্বোধন

আলমপুরে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক উন্নয়ন সমিতির নতুন কার্যালয় উদ্বোধন

ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক উন্নয়ন গোটাটিকর আলমপুর সমিতির নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে। গত শুক্রবার সদ্য নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টার দিকে দক্ষিণ সুরমার বিসিক শিল্পনগরীর প্রথম গেইটে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা ট্রাক-শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেলের পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। 

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, দৈনিক একাত্তরের কথা এর নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন। 

চালকরাও যে দেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখছেন সভায় বক্তারা সেটা তুলে ধরেন। গাড়ির চালকরা দিনরাত নিরলসভাবে পরিশ্রম করছেন বলেই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বক্তারা আশা প্রকাশ করেন গঠিত কমিটি চালক-শ্রমিকদের দাবি আদায়ে সবসময় সেচ্চার থাকবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জুবের আহমদ, কোষাধ্যক্ষ রাজু আহমদ তরু, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি কাউসার আহমদ, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ সম্পাদক ফলিক আহমদ, সাংগঠনিক শরীফ আহমদ, বিসিক গোটাটিকর আলমপুর ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহ সম্পাদক মো. জামাল মিয়া, প্রচার সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মো. শাহেদ আহমদ, সদস্য কামাল আহমদ ও নেপাল দাস। সভায় তারাও মূল্যবান বক্তব্য রাখেন।

তথ্যসূত্রঃ সিলেট ভয়েস ডট কম 

Check Also

২০২৬ সাল নাগাদ জাহাজ ভিড়ানোর আশা নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত “মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর” এর উন্নয়ন প্রকল্পের বিস্তারিত নকশা তৈরির কার্যক্রম গত সোমবার, …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।