করোনাভাইরাসের বিস্তার বিশ্বজুড়ে বেড়েই চলেছে। বর্তমানে এই ভাইরাস এক ভয়ংকর রূপ ধারণ করেছে। মহামারি আকার ধারণ করা এই ভাইরাসের কারণে পুরো বিশ্ববাসী আজ শঙ্কিত। কর্মচঞ্চল পৃথিবী অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তবে আশার কথা হচ্ছে এর মাঝেও সতর্কতা অবলম্বন করে অনেক জরুরী সার্ভিস চালু রয়েছে। আর তেমনি একটি জরুরী সার্ভিস হচ্ছে পণ্য পরিবহন।
একটি দেশের উন্নয়ন ও বাণিজ্যের চাকা ঘুরে ট্রাক মালিক ও চালকদের হাত ধরেই। তারাই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন নিশ্চিত করেন। আর ট্রাকের চাকা ঘুরলেই ঘুরবে দেশের অর্থনীতির চাকা। তাই উদ্ভূত পরিস্থিতিতে ট্রাক ড্রাইভারদের বেশকিছু নিয়ম মেনে চলতে হবে। আসুন নিয়মগুলো সম্পর্কে জানি ও ট্রাক ড্রাইভারদেরকেও জানাতে সাহায্য করি-
- বাসা থেকে বের হওয়ার আগেই মাস্ক পরে নিতে হবে
- সম্ভব হলে হ্যান্ড গ্লাভসও পরতে হবে
- যাত্রা শুরুর পূর্বে ট্রাকের স্টিয়ারিং ও বডি সম্ভব হলে সাবান দিয়ে ধুতে হবে
- ট্রাকের ভিতর হাত-মুখ ধোয়ার জন্য সাবান ও পানি রাখতে হবে
- খাবার পানি ও হাত-মুখ ধোয়ার পানি আলাদা পাত্রে রাখতে হবে
- পণ্য লোড ও আনলোডের সময় মাস্ক পরতে হবে এবং লেবারাও যাতে মাস্ক পরে সেটা নিশ্চিত করতে হবে।
- গাড়ি চালানোর সময়ও মাস্ক পরতে হবে।
- বিভিন্ন স্থানে যাত্রাবিরতিতে ট্রাক চালানোর পূর্বে অবশ্যই হাত ও মুখ ভালো করে সাবান দিয়ে ধুতে হবে।
- হাঁচি, কাশির সময় মুখ, হাত বা টিস্যু দিয়ে ঢেকে রাখতে হবে এবং হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।
- টিস্যু না থাকলে কাগজ ব্যবহার করা যেতে পারে, তবে হাঁচি দেওয়ার পর ব্যবহৃত কাগজ ঢাকনাযুক্ত ময়লার ঝুড়ি কিংবা পাত্রে ফেলতে হবে।
- পণ্য আনলোডের পর সম্ভব হলে ট্রাকের বডি, স্টিয়ারিং সাবান দিয়ে ধুতে হবে।
- ট্রিপ শেষে বাসায় ফিরে প্রথমেই গোসল করতে হবে এবং পরিধেয় কাপড় ধুয়ে ফেলতে হবে।
সতর্কতার সাথে এই নিয়মগুলো মেনে চলার পাশাপাশি অন্যদেরকেও জানাতে হবে।
চলমান পরিস্থিতিতে ট্রাক ভাড়ার অ্যাপ জিম-ডিজিটাল ট্রাক ও একই ধরণের বেশ কিছু প্রযুক্তিনির্ভর সেবামূলক প্রতিষ্ঠান তাদের সেবা অব্যাহত রেখেছে। করোনাভাইরাসের বিস্তার রোধে সাম্প্রতিক সময়ে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং বাড়ির বাইরে অবস্থান করাকে নিরুৎসাহিত করা হয়েছে। এমতাবস্থায় ট্রাক ভাড়ার এই অনলাইন সেবাগুলোই হতে পারে পরিবহন খাতকে সচল রাখতে সবচেয়ে গ্রহণযোগ্য ও সহজতর মাধ্যম।