স্টোরিজ

করোনা ভাইরাস ও আমাদের করণীয়

By Admin

March 10, 2020

বর্তমানে পুরো বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। ২০১৯-এনকোভি, যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত; সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর কারখানা খ্যাত চীনের উহান শহর থেকে এই ভাইরাসের উৎপত্তি, যা চলতি বছরের ৭ই জানুয়ারি সনাক্ত করা হয়। 

প্রাথমিকভাবে চীনে এই ভাইরাস ছড়ালেও পরবর্তীতে তা ধীরে ধীরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। চীনের পর ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরান করোনা ভাইরাস নিয়ে সবচেয়ে বেশি ভুগছে। বাংলাদেশেও সম্প্রতি ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই প্রথমেই আমাদের জানতে হবে কিভাবে এই ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হতে পারেঃ 

আসুন এবার জেনে নেই এর লক্ষণসমূহঃ

লক্ষণ জানলাম এবার প্রতিকার সম্পর্কে আসুন জেনে নেইঃ 

এই অবস্থায় আতঙ্কিত না হয়ে আমাদের সচেতন হতে হবে এবং সকলের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব প্রকাশ করতে হবে। 

হটলাইন নম্বরঃ ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১

তথ্যসূত্রঃ IEDCR ও ইন্টারনেট।