মোংলা বন্দরে বসানো হয়েছে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সুরক্ষা যন্ত্র যা পোর্টেবল লেজার ডিটেক্ট নামে পরিচিত। গতকাল, ২৮ জানুয়ারী (মঙ্গলবার) বিকেল ৩ টার দিকে বন্দর জেটির প্রধান ফটকে এ যন্ত্র বসানো হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামান । তিনি বলেছেন, এই পোর্টেবল লেজার ডিটেক্ট ব্যবহার করে সকল প্রকার শ্রমিক এবং সকল কর্মকর্তা কর্মচারীদের জেটিতে পরীক্ষা নিরীক্ষা করে ঢোকানো হচ্ছে।
ডা. সুফিয়া খাতুন, স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ কর্মকর্তা জানান এই যন্ত্রের পাশাপাশি বন্দর জেটির প্রবেশমুখে দুটি ইনফারেন্স থার্মোমিটার বসানো হয়েছে। তিনি আরো জানান এখন পর্যন্ত কোন করোনা ভাইরাস সংক্রমণ রোগী শনাক্ত হয়নি। আশা করা যাচ্ছে, এই যন্ত্র মোংলা বন্দরকে আরও সুরক্ষিত করবে।
তথ্যসুত্রঃ একুশে-টিভি.কম