কোন ট্রিপ তৈরির সময় জিম কাস্টমার অ্যাপে একটি ইন্সট্রাকশন বক্স আপনি দেখতে পাবেন। এই বক্সের কাজ আপনার বিশেষ নির্দেশনা কার্যকর করা। যেমন, আপনার ২ জন লেবার প্রয়োজন। আপনি এই নির্দেশনাটি ইন্সট্রাকশন বক্সে লিখে দিন।
আপনাকে সাহায্য করাই এই বিশেষ বক্সের কাজ। তাই গুরুত্বপূর্ণ যেকোনো তথ্য লিখুন।
ইন্সট্রাকশন বক্সে যে যে নির্দেশনা আপনি লিখতে পারেনঃ
- বিশেষ কোন নির্দেশনা এখানে লিখুন
- যদি লেবার লাগে সেটি এই বক্সে লিখে দিন
- পণ্য যদি বিভিন্ন জায়গায় আনলোড করতে হয় সেটি লিখে দিন
- পণ্যের যদি বিশেষ কোন নিরাপত্তার প্রয়োজন হয় সেটি লিখে দিন
- সঠিক তথ্য দিয়ে ইন্সট্রাকশন বক্স পূরণ করুন
- অন্যান্য তথ্যগুলো সঠিকভাবে প্রদানের পর ট্রিপ সম্পন্ন করুন