fbpx
সর্বশেষ আপডেটস

কাস্টমার অ্যাপে ট্রিপ শুরু এবং শেষ করার নিয়ম

জিমে আপনি ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে কর্পোরেট প্রয়োজনেও ট্রাক পাবেন। তাই কিছু কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরী। যেমন, একটি ট্রিপ শুরুর পর তা লাইভ হয়েছে কিনা লক্ষ্য রাখা। কিংবা ট্রিপ শেষ হলে কি করনীয় ইত্যাদি।

এছাড়াও কিছু তথ্য আপনার প্রয়োজন হবে। যেমন, আপনি কর্পোরেট প্রয়োজনে ট্রাক ভাড়া নিলে Receipt অপশন থেকে ট্রিপের রশিদ দেখতে পারবেন।

আগের টিউটোরিয়ালে ঠিকানা কিভাবে সহজেই সেট করা যায় তার ধাপগুলো দেখেছেন। এখন ট্রিপ শুরু এবং শেষ করার ধাপগুলো দেখে নিন এখানেঃ

ট্রিপ শুরু এবং শেষ করার সহজ ধাপগুলো দেখে নিন এখানেঃ 

  • Booked অপশন থেকে ট্রিপ শুরু করুন 
  • সময় দেখানো বক্সটি চাপুন 
  • Start Trip চাপুন 
  • ট্রিপ শুরু করতে Yes, Start চাপুন 
  • Live অপশনে আপনি চলমান ট্রিপ দেখতে পারবেন   
  • ট্রিপটি সম্পন্ন করতে Complete this trip চাপুন   
  • এরপর Yes, End চাপুন   
  • আপনি History অপশন থেকে সফলভাবে সম্পন্নকৃত ট্রিপগুলো দেখতে পারবেন
  • আপনি চাইলে Rating Required অপশন থেকে ড্রাইভার ও ট্রাক রেটিং দিতে পারবেন 
  • আপনি Receipt অপশন থেকে ট্রিপের রশিদ দেখতে পারবেন

আপনি ছবিতেও দেখে নিন কিভাবে ট্রিপ শুরু ও শেষ করবেন।  

ট্রিপ শেষ হলে ট্রাক ও ড্রাইভারকে রেটিং করতে ভুলবেন না।

Check Also

পার্টনার অ্যাপে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন?

পার্টনার অ্যাপে রেজিস্টার করতে, ট্রাক যোগ করতে অনেক ধরণের ডকুমেন্ট আপলোড করতে হয়। তবে এর …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।