fbpx
সর্বশেষ আপডেটস

কাস্টমার অ্যাপে রেজিস্ট্রেশন

যে কোন জায়গায়, যে কোন সময়, বিভিন্ন ধারণক্ষমতার ট্রাক পেতে ব্যবহার করুন জিম-ডিজিটাল ট্রাক। পরিবহন ব্যক্তিগত হোক কিংবা বাণিজ্যিক, ট্রাক মিলবে জিম অ্যাপেই। জিম অ্যাপ ইন্সটল করে ট্রিপ তৈরি করুন। মুহূর্তেই চলে আসবে বিড। ট্রাক এবং ভাড়ার পরিমাণ দেখে আপনার জন্য সুবিধাজনক বিডটি সিলেক্ট করলেই ট্রাক চলে আসবে আপনার দোরগোড়ায়।

পরিবহন সংক্রান্ত সকল জটিলতার অবসান ঘটাতে আপনার স্মার্টফোনটিতে গুগল প্লে-স্টোর থেকে আজই ডাউনলোড করে ইন্সটল করে নিন জিমের কাস্টমার অ্যাপ

ইন্সটল করেছেন তো? এবার পালা রেজিস্ট্রেশনের। জিমের কাস্টমার অ্যাপে রেজিস্ট্রেশন করা খুবই সহজ। অ্যাপে রেজিস্টার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • Create My Account চাপুন
  • ফোন নম্বর দিয়ে টিক চিহ্ন দিন
  • এসএমএস এ আসা ৪ সংখ্যার কোডটি দিন
  • এবার পাসওয়ার্ড দিন
  • ইমেইল এবং রেফারাল কোড থাকলে দিন (অপশনাল)
  • নাম, জন্ম তারিখ ও জেলার তথ্য দিন
  • জাতীয় পরিচয়পত্রের নম্বর দিন
  • জাতীয় পরিচয়পত্রের সামনের এবং পিছনের ছবি দিন 
  • Finish And Create My Account চাপুন

ছবিতেও দেখে নিন কাস্টমার অ্যাপে রেজিস্ট্রেশনের ধাপগুলো

রেজিস্ট্রেশন শেষ। আপনার সকল তথ্য সঠিক থাকলে অল্প কিছু সময়ের মধ্যে অ্যাকাউন্টটি অনুমোদিত হয়ে যাবে। পণ্য পরিবহনে আসুক প্রযুক্তি। সম্ভাবনার এই নতুন জগতে আপনাকে স্বাগতম!

Check Also

পার্টনার অ্যাপে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন?

পার্টনার অ্যাপে রেজিস্টার করতে, ট্রাক যোগ করতে অনেক ধরণের ডকুমেন্ট আপলোড করতে হয়। তবে এর …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।