ট্রিপ তৈরির সময় পণ্য লোড ও আনলোডের ঠিকানা যথাযথভাবে দেওয়া খুব জরুরী। কারণ, ঠিকানা সঠিকভাবে দিলে ট্রাক আপনার দোরগোড়ায় আসবে দ্রুত। অন্যদিকে, পণ্য নিয়ে ড্রাইভারও গন্তব্যে যেতে পারবে নিশ্চিন্তে।
তাই জিম কাস্টমার অ্যাপে লোড ও আনলোডের ঠিকানা যথাযথভাবে দেওয়ার ধাপগুলো জেনে নিন। ফলে আপনি ট্রিপ তৈরি করতে পারবেন আরও সহজে।
পণ্য লোড ও আনলোডের ঠিকানা সেট করার ধাপগুলো দেখে নিন এখানেঃ
- নির্দিষ্ট বক্সে পণ্য লোডের ঠিকানা লিখুন অথবা লোকেশন আইকন দিয়ে সিলেক্ট করে দিন
- পণ্য লোডের ঠিকানা দেওয়ার পর SET PICK UP ADDRESS চাপুন
- পণ্য আনলোডের ঠিকানা লিখুন অথবা লোকেশন আইকন দিয়ে সিলেক্ট করে দিন
- পণ্য আনলোডের ঠিকানা দেওয়ার পর SET DROP OFF ADDRESS চাপুন
- যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আগের লেখাটি কেটে দিয়ে নতুন ঠিকানা লিখুন
- সব ঠিক থাকলে NEXT বাটন চাপুন
- পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে ট্রিপ তৈরি করুন
আপনি ছবিতেও দেখে নিন কিভাবে ঠিকানা সেট করবেন।
ধাপগুলো নিশ্চয়ই সবাই দেখেছেন। এখন থেকে আপনার মূল্যবান মালামাল সঠিক ঠিকানায় পরিবহন হবে নির্বিঘ্নে।