fbpx
সর্বশেষ আপডেটস

কাস্টমার অ্যাপে লোড ও আনলোডের ঠিকানা যেভাবে সেট করবেন

ট্রিপ তৈরির সময় পণ্য লোড ও আনলোডের ঠিকানা যথাযথভাবে দেওয়া খুব জরুরী। কারণ, ঠিকানা সঠিকভাবে দিলে ট্রাক আপনার দোরগোড়ায় আসবে দ্রুত। অন্যদিকে, পণ্য নিয়ে ড্রাইভারও গন্তব্যে যেতে পারবে নিশ্চিন্তে। 

তাই জিম কাস্টমার অ্যাপে লোড ও আনলোডের ঠিকানা যথাযথভাবে দেওয়ার ধাপগুলো জেনে নিন। ফলে আপনি ট্রিপ তৈরি করতে পারবেন আরও সহজে।   

পণ্য লোড ও আনলোডের ঠিকানা সেট করার ধাপগুলো দেখে নিন এখানেঃ 

  • নির্দিষ্ট বক্সে পণ্য লোডের ঠিকানা লিখুন অথবা লোকেশন আইকন দিয়ে সিলেক্ট করে দিন
  • পণ্য লোডের ঠিকানা দেওয়ার পর SET PICK UP ADDRESS চাপুন
  • পণ্য আনলোডের ঠিকানা লিখুন অথবা লোকেশন আইকন দিয়ে সিলেক্ট করে দিন
  • পণ্য আনলোডের ঠিকানা দেওয়ার পর SET DROP OFF ADDRESS চাপুন
  • যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আগের লেখাটি কেটে দিয়ে নতুন ঠিকানা লিখুন
  • সব ঠিক থাকলে NEXT বাটন চাপুন
  • পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে ট্রিপ তৈরি করুন

আপনি ছবিতেও দেখে নিন কিভাবে ঠিকানা সেট করবেন।

ধাপগুলো নিশ্চয়ই সবাই দেখেছেন। এখন থেকে আপনার মূল্যবান মালামাল সঠিক ঠিকানায় পরিবহন হবে নির্বিঘ্নে।  

Check Also

পার্টনার অ্যাপে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন?

পার্টনার অ্যাপে রেজিস্টার করতে, ট্রাক যোগ করতে অনেক ধরণের ডকুমেন্ট আপলোড করতে হয়। তবে এর …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।