আপডেটস

জিমের গাড়িতে গরু যাবে বাড়িতে

By Admin

August 08, 2019

আসছে কোরবানির ঈদ, কিনতে হবে গরু। আর কোরবানির ঈদ মানেই সবাই মিলে একসাথে হাটে যেয়ে গরু কেনা। দল বেঁধে হাটে যাওয়ার মধ্য দিয়েই আমাদের ঈদ উৎসবের আমেজ শুরু হয়ে যায়। আমরা অনেক সময় পছন্দের গরু কিনতে চলে যাই দূর-দূরান্তের হাটে। কিন্তু গরু কেনা হলেই শুরু হয় টেনশন! কিভাবে গরু বাসায় নেবো, কত সময় লাগবে যেতে- ইত্যাদি হাজারটা চিন্তায় আমরা উদ্বিগ্ন হয়ে উঠি। 

পরিবহন সংক্রান্ত সকল দুশ্চিন্তার অবসান ঘটাতে বাজারে এসেছে জিম ডিজিটাল ট্রাক। অ্যাপ নামান, ট্রিপ তৈরি করুন আর সেরা বিডটি বেছে নিয়ে উপভোগ করুন জিমের নির্ঝঞ্ঝাট ট্রাক সার্ভিস। এই কোরবানির ঈদে জিমের ব্র্যান্ডেড ট্রাক ঘুরবে ঢাকা, চট্রগ্রাম, খুলনার বিভিন্ন হাট থেকে সারাদেশে। তাই আপনার কোরবানির পশু বাসায় নিয়ে যাওয়া নিয়ে আর চিন্তা নেই। গরু কিনে অ্যাপ চাপলেই ট্রাক চলে আসবে নির্দিষ্ট স্থানে। 

ঈদের খুশি আরও বাড়িয়ে দিতে পণ্য পরিবহনে আসুক প্রযুক্তি। আজই ডাউনলোড করুন জিম কাস্টমার অ্যাপ আর কোরবানির পশু পরিবহন নিয়ে থাকুন একেবারে নিশ্চিন্ত। এবার জিমের গাড়িতে, গরু যাবে বাড়িতে!

জিম কাস্টমার অ্যাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানতে ক্লিক করুন এখানে