কাস্টমার টিউটোরিয়াল

জিম অ্যাপে আপনি কেন জাতীয় পরিচয়পত্রের তথ্য দিবেন?

By Admin

September 03, 2019

অনেকেই জাতীয় পরিচয়পত্রের তথ্য সহসাই কোথাও দিতে চান না। কেউ কেউ বিরক্তও হন। কিন্তু জিম একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্যই জাতীয় পরিচয়পত্রের তথ্য আপনার কাছে চাচ্ছে। আর তা হল স্বচ্ছতা নিশ্চিত করা। 

চিন্তা করে দেখুন সারা দেশে ট্রাকে করে নিয়মিত কত ধরণের মূল্যবান পণ্য আপনি পাঠান। কিন্তু একবারও ভেবে দেখেছেন, যার ট্রাকে পণ্য পাঠানো হচ্ছে সেই ড্রাইভার সৎ তো কিংবা তার ঠিকানা ও ফোন নম্বর সম্পর্কে যাচাইকৃত তথ্য আপনার কাছে কি আছে? 

অন্যদিকে একজন ট্রাক মালিকের গাড়ি চলছে সারা দেশ জুড়ে। প্রতিদিন আনা-নেওয়া করছে নানা ধরণের পণ্য। এর মধ্যে কেউ বৈধ পণ্যের সাথে অবৈধ পণ্য মিলিয়ে দিচ্ছে না তো আবার? 

তাই পণ্য পরিবহনে এই সব সমস্যার সমাধান করতে জিম আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য নিচ্ছে। 

জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করে