স্টোরিজ

জিম নিয়ে এল ট্রাক মালিকদের জন্য নতুন সম্ভাবনা!

By Admin

June 23, 2020

আমাদের দেশে পণ্য পরিবহন এখনও অনেকটাই সেকেলে। একজন ট্রাক মালিককে ট্রাক ভাড়া দিতে গিয়ে পোহাতে হয় নানা ধরণের জটিলতা।

ট্রাক মালিক চাইলেই নিজের ইচ্ছেমত তার ট্রাক ভাড়া দিতে পারেন না। আবার অনেক সময় ব্যক্তিগত যোগাযোগে ট্রাক ভাড়া দিলেও ফিরতি ট্রিপ পাবার নিশ্চয়তা থাকে না। আর এই পুরো প্রক্রিয়ার মাঝে ধাপে ধাপে থাকে বিভিন্ন মধ্যস্বত্বভোগী। তাই ট্রাক ভাড়া দিতে এবং ট্রিপের নিশ্চয়তা পেতে ট্রাক মালিকদের ভরসা করতে হয় বিভিন্ন মধ্যস্বত্বভোগীর ওপর। 

আর এই নির্ভরশীলতার কারণে ট্রিপের টাকা পুরোটা হাতে আসে না। বড় একটা অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। 

এই সমস্যা সমাধানে কাজ করছে জিম ডিজিটাল ট্রাক। জিম অ্যাপ ভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে মোবাইল অ্যাপের মাধ্যমেই ট্রিপ ধরা সম্ভব। জিম পার্টনার অ্যাপ ডাউনলোড করে একজন ট্রাক মালিক খুব সহজেই সারা দেশে ট্রাক ভাড়া দিতে পারবেন এবং ফিরতি ট্রিপও নিশ্চিত করতে পারবেন। ফলে আয়ের পুরো টাকাই থাকবে ট্রাক মালিকের পকেটে। জিমের সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন এবং যে কোন সমস্যায় ২৪/৭ জিমের হটলাইন নম্বরে ০৯৬৭৮১১১৪৪৪ কল করুন।