fbpx
সর্বশেষ আপডেটস

জিম পার্টনার অ্যাপে কিভাবে বিড করবেন?

জিম অ্যাপে প্রতিদিনই হচ্ছে অসংখ্য ট্রিপ। আর এই ট্রিপগুলো হয় সমগ্র বাংলাদেশ জুড়েই। বিশেষ করে  বাণিজ্যিক প্রয়োজনে বড় ট্রাকের ট্রিপ জিমে বেশি হয়ে থাকে। আর তাই ট্রিপে দ্রুত বিড করা জরুরী। 

তবে একটা বিষয় মনে রাখতে হবে, বিড করবেন বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে। তাহলে বিড জেতার সম্ভাবনা থাকবে অনেক বেশি। এছাড়াও সব ধরণের ট্রিপের নোটিফিকেশন পেতে মোবাইলের ইন্টারনেট সংযোগ সবসময় চালু রাখতে ভুলবেন না।  

জিম পার্টনার অ্যাপ অ্যাজই আপনার মোবাইলে ইন্সটল করুন এবং ট্রিপে বিড জিতে ট্রাকের চাকা সচল রাখুন।  

বিড করার ধাপগুলো এক নজরে দেখে নিন-

  • প্রথমেই ট্রিপ ধরুন অপশনে চাপুন 
  • এরপর ট্রিপের লিস্ট থেকে আপনার সুবিধাজনক ট্রিপে চাপুন 
  • একদম নিচের দিকে বিড করুন অপশনে চাপুন 
  • কত টাকা দিয়ে আপনি বিড করবেন সেই অপশন আসবে
  • নির্দিষ্ট ঘরে টাকার পরিমান লিখুন 
  • আপনার বিডটি কেমন হয়েছে তা দেখাবে 
  • যদি বিড খুব বেশি টাকায় করে থাকেন সে ক্ষেত্রে লাল রং দেখাবে এবং আপনাকে বিডের মূল্য কমাতে অনুরোধ করা হবে 
  • যদি বিডের পরিমান একটু বেশি টাকায় করে থাকেন সেক্ষেত্রে কমলা রং দেখাবে এবং টাকার পরিমান কিছুটা কমালেই বিড জেতার সম্ভাবনাও বেশি তা উল্লেখ করা থাকবে 
  • বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বিড করলে সবুজ রং দেখাবে 
  • আপনি এরপর বিড করুন অপশনে চেপে প্রক্রিয়া শেষ করতে পারবেন 

আপনি চাইলে ট্রাক ও ড্রাইভার যোগ করেও বিড করতে পারবেন। ট্রাক ও ড্রাইভার যোগ করার ধাপঃ  

  • বিড করুন অপশনে চাপার পূর্বে আরো তথ্য দিন চাপুন 
  • এভেইলেবেল ট্রাক অপশন থেকে ট্রাক সিলেক্ট করুন 
  • ড্রাইভার বাছাই করুন অপশন থেকে ড্রাইভার সিলেক্ট করুন 
  • সব তথ্য দেওয়ার পর বিড করুন চাপুন 
  • পুনরায় বিড করুন চাপুন 
  • বিড করা হয়ে যাবে

আপনি যদি ট্রাক ও ড্রাইভার নির্বাচন ছাড়াই বিড করে থাকেন সেক্ষেত্রে বিড জিতলে ট্রাক ও ড্রাইভার যোগ করতে পারবেন।   

  • আমার বিড অপশনে চাপুন 
  • এরপর সফল বিড অপশনে চাপুন
  • যে বিড জিতেছেন সেটায় চাপুন 
  • ট্রাক ও ড্রাইভার আপনি যোগ করতে পারবেন এবং চাইলে পরিবর্তনও করতে পারবেন 

পুরো প্রক্রিয়া ছবিতেও ধাপে ধাপে দেখে নিন। 

Check Also

পার্টনার অ্যাপে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

জিম পার্টনার অ্যাপে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কোন টেনশন নেই। কারণ, পাসওয়ার্ড খুব …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।