fbpx
সর্বশেষ আপডেটস

জিম পার্টনার অ্যাপে কিভাবে ড্রাইভার যোগ করবেন?

আপনি জিম পার্টনার অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন, ট্রাকও যোগ করেছেন। এখন বাকি আছে ড্রাইভার যোগ করা। ড্রাইভার যোগ করলেই ইচ্ছে মতো ট্রিপ ধরতে পারবেন। ফলে আপনার ট্রাকের চাকাও সচল থাকবে। 

তাই আর দেরি না করে জিম পার্টনার অ্যাপে আজই আপনার ড্রাইভারদের যোগ করুন। আপনি যদি নিজে ট্রাক চালান, সেক্ষেত্রে নিজেকেও ড্রাইভার হিসেবে যোগ করতে পারেন। 

ড্রাইভার যোগ করার ধাপঃ 

ড্রাইভার যোগ করার ধাপগুলো দেখে নিন এখানে।

  • ড্রাইভার চিহ্ন চাপুন
  • যোগ চিহ্ন চাপুন
  • ড্রাইভারের মোবাইল নম্বর দিন
  • ড্রাইভার নিবন্ধিত না থাকলে নতুন ড্রাইভার রেজিস্টার করুন চাপুন
  • ড্রাইভারের ছবি দিন
  • ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নম্বর দিন
  • লাইসেন্সের মেয়াদউত্তীর্ণ তারিখ দিন
  • ড্রাইভিং লাইসেন্সের সামনের ও পিছনের ছবি দিন
  • ব্যবহারের নিয়মাবলীতে টিক চিহ্ন দিন 
  • ড্রাইভার অ্যাকাউন্ট তৈরি করুন চাপুন
  • ঠিক আছে চাপুন
  • দেখবেন ড্রাইভার অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন হওয়ার পর এই ড্রাইভার দিয়ে বিড করতে পারবেন 

আপনার নিবন্ধিত ড্রাইভার যোগ করতে এই ধাপগুলো অনুসরণ করুন। 

  • অনুমোদিত ড্রাইভারের মোবাইল নম্বর দিন
  • ড্রাইভার যোগ করুন চাপুন
  • জি, যোগ করুন চাপুন
  • দেখবেন আপনার ড্রাইভার অ্যাক্টিভ হয়েছে  
  • এখন থেকে এই ড্রাইভার দিয়ে বিড করতে পারবেন

ছবিতে ছবিতে দেখে নিন কিভাবে ড্রাইভার যোগ করবেন।

Check Also

পার্টনার অ্যাপে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

জিম পার্টনার অ্যাপে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কোন টেনশন নেই। কারণ, পাসওয়ার্ড খুব …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।