fbpx
সর্বশেষ আপডেটস

জিম পার্টনার অ্যাপে পেমেন্ট নিয়ে কি করনীয়

যেকোন অনলাইন প্ল্যাটফর্মে ট্রাক ভাড়া দিলে প্রথমেই মাথায় প্রশ্ন আসে কিভাবে ভাড়ার টাকা বুঝে পাবেন। কারণ, টাকা হাতে পাওয়ার ব্যাপারটি সচরাচর আমাদের মাথায় ঘুরতে থাকে। তাই পেমেন্ট বুঝে নেওয়ার প্রক্রিয়াটি জানলেই ট্রাক ভাড়া দিতে পারবেন আরও নিশ্চিন্তে। 

অ্যাপে পেমেন্ট বুঝে নেওয়ার প্রক্রিয়া দেখে নিন এখানেঃ 

  • বিড করার পূর্বে ট্রিপের বিস্তারিত দেখে নিন 
  • কতজন লেবার লাগবে দেখে তার খরচসহ ভাড়া ঠিক করুন 
  • সকল খরচ বিবেচনা করে আপনি কত টাকা দিয়ে বিড করতে চান সেটি লিখুন 
  • অ্যাডভান্স যদি প্রয়োজন হয় তাহলে কত টাকা নিতে চান সেটি লিখুন
  • পণ্য ডেলিভারির পর টাকা বুঝে নিন 

ছবিতেও দেখে নিন পার্টনার অ্যাপে পেমেন্ট নিয়ে কি করনীয়

Check Also

পার্টনার অ্যাপে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন?

পার্টনার অ্যাপে রেজিস্টার করতে, ট্রাক যোগ করতে অনেক ধরণের ডকুমেন্ট আপলোড করতে হয়। তবে এর …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।