fbpx
সর্বশেষ আপডেটস

জিম পার্টনার অ্যাপে রেজিস্ট্রেশন

আপনার ট্রাক ভাড়া দিতে ব্যবহার করুন দেশের সেরা অনলাইন প্ল্যাটফর্ম জিম-ডিজিটাল ট্রাক। কারণ, জিমের নিবন্ধিত ট্রাক চলে সারা বাংলাদেশে। ফলে দেশের যেকোন স্থানে আপনি ট্রিপ পাবেন অনায়াসে।   

আপনার যদি ট্রান্সপোর্ট এজেন্সি থাকে সেক্ষেত্রে জিম দিচ্ছে বাড়তি সুবিধা। জিমে আছে অসংখ্য কর্পোরেট কাস্টমার, যাদের নিয়মিত নানা ধরণের ট্রাক প্রয়োজন হয়। ফলে আপনার এজেন্সির সব ধরণের ট্রাক সারা বাংলাদেশে ঘুরবে ২৪ ঘণ্টা। 

তাই আজই জিম পার্টনার অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করুন। এবার পালা রেজিস্ট্রেশনের। অ্যাপে রেজিস্টার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • পার্টনার রেজিস্ট্রেশন চাপুন
  • মোবাইল নম্বর ও টিক চিহ্ন দিন
  • ভেরিফিকেশন মেসেজ পাঠান চাপুন
  • ভেরিফিকেশন কোড দিয়ে পরবর্তী চাপুন
  • পাসওয়ার্ড দিন 
  • ইমেইল বা রেফারেল নম্বর থাকলে দিন (অপশনাল)
  • জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো সঠিকভাবে দিন (আপনার নাম, জন্ম তারিখ, জেলা ও জাতীয় পরিচয়পত্রের নম্বর)
  • জাতীয় পরিচয়পত্রের সামনের ও পিছনের ছবি দিন
  • এরপর আপনি যদি ড্রাইভার হিসেবে যোগ দিতে না চান তাহলে না চেপে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন 
  • আর যদি ড্রাইভার হিসেবেও যোগ দিতে চান সেক্ষেত্রে হ্যাঁ চাপুন 
  • ড্রাইভিং লাইসেন্স নম্বর, মেয়াদউত্তীর্ণ তারিখ এবং ড্রাইভিং লাইসেন্সের সামনের ও পিছনের ছবি দিন
  • সব তথ্য দেওয়ার পর সাবমিট করুন চাপুন
  • ড্রাইভার যোগ করতে ড্রাইভার আইকন চাপুন এবং তারপর রিকোয়েস্ট অপশনে যান
  • ড্রাইভার যোগ করতে অনুমোদন চাপুন 
  • পুনরায় অনুমোদন চেপে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন 

ছবিতেও দেখে নিন পার্টনার অ্যাপে রেজিস্ট্রেশনের ধাপগুলো

রেজিস্ট্রেশন শেষে আপনার দেওয়া তথ্যগুলো সঠিক থাকলে অ্যাকাউন্টটি অনুমোদিত হয়ে যাবে। এখন থেকে ট্রিপের অভাবে আপনার ট্রাক আর বসে থাকবে না।   

Check Also

পার্টনার অ্যাপে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

জিম পার্টনার অ্যাপে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কোন টেনশন নেই। কারণ, পাসওয়ার্ড খুব …

2 comments

  1. আমি এটা কি ভাবে করবো পেমেন্ট কিভাবে পাব

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।