জিম পার্টনার অ্যাপে ড্রাইভার যোগ করার পর তথ্যগুলো ভেরিফাই করা হয়। তাই ড্রাইভার যোগ করার কিছুক্ষণ পরে তাকে অনুমোদন দিতে হবে। ড্রাইভারকে অনুমোদন দেওয়ার পরেই সে সচল হবে এবং আপনি ট্রিপ ধরতে পারবেন আরও বেশি।
আগের টিউটোরিয়ালে দেখেছেন কিভাবে ড্রাইভার যোগ করতে হয়, তাই আজ দেখে নিন অনুমোদন দেওয়ার প্রক্রিয়া।
ড্রাইভার অনুমোদন দেওয়ার ধাপগুলো দেখে নিন এখানেঃ
- ড্রাইভার যোগ করতে ড্রাইভার আইকনে চেপে রিকোয়েস্ট অপশনে যান
- এরপর অনুমোদন অপশনে চাপুন
- পুনরায় অনুমোদন চাপুন
- এখন থেকে এই ড্রাইভার সিলেক্ট করে আপনি ট্রিপে বিড করতে পারবেন