fbpx
সর্বশেষ আপডেটস
Bangladeshi Transport Industry Reaches It's Peak in 2019

পরিবহন খাতে সর্বোচ্চ জিডিপির রেকর্ড!

বাংলাদেশের পরিবহন খাতে ২০১৯ সালে জিডিপি বৃদ্ধি পেয়ে ১১৬৭১.৯০ মিলিয়ন টাকা হয়েছে যা ২০১৮ সালে ছিল ১০৯২০.৮০ মিলিয়ন টাকা।

২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের পরিবহন খাতে গড় জিডিপি ছিল ৭৮৭০.৫৪ মিলিয়ন টাকা এবং রেকর্ড করা সবচেয়ে কম জিডিপি ছিল ৪৬৪৯.৭০ মিলিয়ন টাকা, ২০০৬ সালে।


ট্রেডিং ইকোনমিক্স গ্লোবাল ম্যাক্রো মডেল ও বিশ্লেষকদের মতে, চলতি কোয়াটার শেষে  বাংলাদেশের পরিবহন খাতে ১১৬৯৬.১৮ মিলিয়ন টাকা জিডিপি হতে পারে। এছাড়াও, ট্রেডিং ইকোনমিক্স ইকোনোমেট্রিক মডেল অনুযায়ী, ২০২০ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১৩৩৯০.৯৫ মিলিয়ন টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।     

সূত্র: https://tradingeconomics.com

Check Also

২০২৬ সাল নাগাদ জাহাজ ভিড়ানোর আশা নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত “মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর” এর উন্নয়ন প্রকল্পের বিস্তারিত নকশা তৈরির কার্যক্রম গত সোমবার, …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।