জিম পার্টনার অ্যাপে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কোন টেনশন নেই। কারণ, পাসওয়ার্ড খুব সহজেই পুনরুদ্ধার করতে পারবেন। তবে সেক্ষেত্রে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।
আগের টিউটোরিয়ালে ডকুমেন্ট কিভাবে সহজে আপলোড করতে হয় তা দেখেছেন। তাই এখন পাসওয়ার্ড পরিবর্তন বা পুনরুদ্ধারের ধাপগুলো দেখে নিন।
আসুন ধাপগুলো দেখে ফেলি
- প্রথমেই Log In চাপুন
- পাসওয়ার্ড ভুলে গেছেন চাপুন
- ফোন নম্বর দিয়ে এসএমএস পাঠান চাপুন
- এসএমএসে আসা ভেরিফিকেশন কোড দিয়ে পরবর্তী চাপুন
- জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখ দিয়ে পরবর্তী চাপুন
- পাসওয়ার্ড লিখুন
- পাসওয়ার্ড দেখতে নির্দিষ্ট আইকনে চাপুন
- সব ঠিক থাকলে রিসেট পাসওয়ার্ড চাপুন
- ঠিক আছে চাপুন