fbpx
সর্বশেষ আপডেটস

বিড জেতার পর যদি ট্রাক কিংবা ড্রাইভার পরিবর্তন করতে হয় তাহলে করনীয়

জিম পার্টনার অ্যাপে আপনি বিড জিতেছেন। কিন্তু ড্রাইভারকে ফোন করে দেখলেন সে অন্য কাজে ব্যস্ত। যে ট্রাক দিয়ে বিড করেছেন সেটি হয়তো মালামাল নিয়ে চলে গেছে অন্য স্থানে। 

এই ধরণের পরিস্থিতে আপনাকে প্রথমেই মাথা ঠাণ্ডা করতে হবে। এরপর কিভাবে ট্রাক ও ড্রাইভার পরিবর্তন করতে হয় সেটি জানতে হবে। তাহলে সমস্যা সমাধান হবে।  

বিড জেতার পর ট্রাক ও ড্রাইভার পরিবর্তনের ধাপ দেখে নিন

  • আমার বিড অপশনে গিয়ে সফল বিড চাপুন 
  • যে বিড থেকে ট্রাক অথবা ড্রাইভার পরিবর্তন করতে চান সেটি চাপুন 
  • স্ক্রিনের নিচের দিকে নেমে পরিবর্তন চাপুন 
  • অ্যাভেইলেভেল ট্রাকের ডান দিকে আইকনে চাপুন
  • যে ট্রাক দিয়ে আবার বিড করতে চান সেটি সিলেক্ট করুন 
  • ড্রাইভার পরিবর্তনেও ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করুন 
  • পরিবর্তিত ট্রাক কিংবা ড্রাইভারের তথ্য আপনি পরবর্তীতে দেখতে পাবেন 

ছবিতে ছবিতে দেখে নিন কিভাবে বিড জেতার পর ট্রাক ও ড্রাইভার পরিবর্তন করবেন

Check Also

পার্টনার অ্যাপে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন?

পার্টনার অ্যাপে রেজিস্টার করতে, ট্রাক যোগ করতে অনেক ধরণের ডকুমেন্ট আপলোড করতে হয়। তবে এর …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।