স্টোরিজ

যে ১০টি কারণে জিম থেকে ট্রাক ভাড়া করবেন

By Admin

February 04, 2020

পণ্য পরিবহন ও লজিস্টিকস সেক্টরে প্রতিটি কাজ হয় বেশকিছু ধাপ ও নিয়ম মেনে। ফলে একজনের উপর আরেকজনের নির্ভরশীলতা তুলনামূলকভাবে বেশি। আর এই সেক্টরে আমাদের দেশে অনেক বছর ধরেই গতানুগতিক পদ্ধতিতে কাজ হয়ে আসছে।     

কিন্তু গত কয়েক বছরে এই সেক্টরেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। ট্রাক ভাড়া এখন হচ্ছে অনলাইনে। ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে সব ধরণের ট্রাক। “জিম ডিজিটাল ট্রাক” বর্তমানে আমাদের দেশে সেই কাজটি করছে। তাই আসুন জেনে নেই, যে ১০টি কারণে আপনি জিম থেকে পণ্য পরিবহনের জন্য ট্রাক ভাড়া করবেন। 

তাই দেরি না করে আজই জিম কাস্টমার অ্যাপে রেজিস্ট্রেশন করুন। আপনার পণ্য পরিবহন হবে নির্বিঘ্নে।