জিম কাস্টমার অ্যাপে ট্রিপ তৈরি করা খুব সহজ। নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে সহজেই ট্রিপ তৈরি করা যায়। এছাড়াও বিশেষ কোন নির্দেশনা থাকলে বা লেবার প্রয়োজন হলে জিমে ট্রিপ তৈরির সময় “ইন্সট্রাকশন বক্সে” লিখে দেওয়া যায়।
আগের টিউটোরিয়ালে আপনারা দেখেছেন কিভাবে জিম কাস্টমার অ্যাপে রেজিস্ট্রেশন করতে হয়। আজ দেখে নিন কিভাবে ট্রিপ তৈরি করবেন।
ট্রিপ তৈরির ধাপঃ
- Create Trip চাপুন
- পণ্য লোডের তারিখ ও সময় দিন
- পণ্য লোডের ঠিকানা এবং আনলোডের ঠিকানা দিন
- পণ্য লোডের ঠিকানা এবং আনলোডের ঠিকানা দেওয়ার পর SET DROP OFF ADDRESS চাপুন
- ট্রাকের ধরণ ও সাইজ উল্লেখ করুন । প্রয়োজনে ট্রাকের ডাইমেনশন উল্লেখ করতে পারেন
- পণ্যের ধরণ সিলেক্ট করুন
- পণ্য গ্রহণকারীর নাম ও মোবাইল নম্বর দিন
- বিশেষ কোন নির্দেশনা থাকলে ইন্সট্রাকশন বক্সে লিখুন
- পণ্যের ছবি দিন
- ট্রিপ বিস্তারিত দেখে CREATE THE TRIP চাপুন
- দেখবেন আপনার ট্রিপ বিডের অপেক্ষায় আছে
আপনি ছবিতেও ধাপে ধাপে দেখে নিন কিভাবে ট্রিপ তৈরি করবেন।
ট্রিপ তৈরি শেষে বিড গ্রহণ করলে অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রাক চলে আসবে। আপনার পণ্য গন্তব্যে পৌঁছাবে সহজে আর আপনি থাকবেন নিশ্চিন্ত।