স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে জরুরী বৈঠকের পর চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন শুরু হয়েছে।
প্রায় ১৮ ঘন্টা বন্ধ থাকার পর পণ্য পরিবহন পুনরায় স্বাভাবিক হয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ধর্মঘট প্রত্যাহার করার সাথে সাথেই পণ্য বোঝাই ট্রাক, ট্রেইলার ও কনটেইনার বহনকারী যান কাজ শুরু করে দিয়েছে। ১৭টি বেসরকারী অফ-ডক থেকে চালিত কনটেইনারবাহী যানবাহনও এই ঘোষণার সাথে সাথেই বন্দরের জন্য যাত্রা শুরু করে।
এদিকে ধর্মঘটের সমাপ্তির পর সকাল থেকেই বন্দর গেটে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
বাংলাদেশ ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক জনাব রুস্তম আলী খান বলেন, “আমাদের সমস্যাগুলো শুনে দাবিগুলো নীতিগতভাবে সরকার মেনে নিয়েছে।”
পোর্টে কাজ স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে খুব দ্রুতই আটকে থাকা পণ্য খালাস হবে।
তথ্যসূত্রঃ দ্য ডেইলি স্টার