জিম অ্যাপে প্রতিদিন সারা বাংলাদেশব্যাপী অসংখ্য ট্রিপ তৈরি হচ্ছে। কিন্তু আপনি হয়তো সব ট্রিপের তথ্য দেখতে চাচ্ছেন না। আপনার শুধু বিশেষ কোন স্থানের, দিনের কিংবা জেলার ট্রিপের তথ্য দেখা দরকার। তাই কিভাবে কাঙ্ক্ষিত ট্রিপ খুঁজে বের করবেন তা জানা জরুরী।
জিমে ট্রিপ আলাদাভাবে খুঁজে বের করার অপশন আছে। আপনি সেখান থেকে খুব সহজেই দরকারী ট্রিপগুলো পেয়ে যাবেন।
আসুন ট্রিপ খোঁজার ধাপগুলো দেখে ফেলিঃ
- সুবিধামতো ট্রিপ খুঁজে বিড করতে সার্চ চিহ্ন চাপুন
- আপনার প্রয়োজন মত তথ্য দিন। যেমন ট্রিপ নম্বর, লোডের ঠিকানা, আনলোডের ঠিকানা দিন
- ট্রাকের ধরন দিন
- ট্রিপের তারিখের সময়সীমা উল্লেখ করুন
- ট্রাকের সাইজ উল্লেখ করুন
- সব তথ্য দেওয়ার পর খুঁজুন চাপুন
ছবিতে ছবিতে দেখে নিন কিভাবে ট্রিপ খুঁজে বের করবেন।
আগের টিউটোরিয়ালে ড্রাইভার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া দেখেছেন, তাই এখন ট্রিপ খুঁজে নিয়ে ইচ্ছেমতো বিড করুন।