fbpx
সর্বশেষ আপডেটস
সারাদেশে ডাকা ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

সারাদেশে ডাকা ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে এক বৈঠকের পর ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ তাদের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে। 

রোববার সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত করেছে। 

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনসহ নয় দফা দাবি আদায়ের দাবিতে চলতি মাসের ৪ তারিখে সারাদেশে ১২ ও ১৩ অক্টোবর পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা। 

বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন রাজবাড়ী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ওসমান আলী এ ধর্মঘটের ডাক দিয়েছিলেন। 

ধর্মঘট স্থগিতের সংবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় ট্রাক-কাভার্ডভ‍্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। 

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান এমপি, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, বিআইডব্লিউটিএ- এর চেয়ারম্যান, ট্রাক ও কাভার্ডভ‍্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক রুস্তম আলী খান ও সদস‍্য সচিব মো. তাজুল ইসলামসহ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। 

আশা করা যাচ্ছে সমগ্র দেশব্যাপী পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক ও সচল থাকবে। 

তথ্যসূত্রঃ বিভিন্ন সংবাদ মাধ্যম।

Check Also

২০২৬ সাল নাগাদ জাহাজ ভিড়ানোর আশা নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত “মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর” এর উন্নয়ন প্রকল্পের বিস্তারিত নকশা তৈরির কার্যক্রম গত সোমবার, …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।